প্লেনের যাত্রীর পেটে মিললো ইয়াবার পোটলা
রায়হান রাজীব | প্রকাশিত: ১৬ মে ২০২৪, ১৭:৩৭
মাদকের বিরুদ্ধে সরকার বরাবরই কঠোর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর। তারপরও থেমে নেই মাদকের সরবরাহ। নতুন নতুন কৌশল আবিষ্কার করছে মাদক ব্যবসায়ীরা। সে অনুযায়ী দেশব্যাপী মাদক ছড়িয়ে দিচ্ছে পাচারকারীরা। তাদের নিত্যনতুন কৌশলে গোয়েন্দারাও হতবাক।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী একটি ফ্লাইটের দুই যাত্রীর পেটে বিপুল পরিমাণ ইয়াবার পোটলার সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। যাত্রীরা হলেন- শফিকুল ইসলাম (২৩) এবং নাহিদ হোসেন (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খোরশিদ আলম জানান, ফ্লাইটটি কক্সবাজার থেকে ঢাকায় অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে তাদের ওপর গোয়েন্দা নজরদারি করা হয়। তাদের আটকে দেহ তল্লাশি করা হলে কোনো ইয়াবা পাওয়া যায়নি। তাদের কাছে ইয়াবা আছে কি না জানতে চাইলে তারা তা অস্বীকার করে।
পরে শমরিতা হাসপাতালে তাদের এক্স-রে করা হলে পেটের ভেতর ইয়াবাভর্তি বেশ কয়েকটি পোটলার অস্তিত্ব পাওয়া যায়। তাদের পেটে থাকা প্রতিটি পোটলায় ৪২-৪৪টি করে ইয়াবা রয়েছে। তিনি আরও জানান, এই দুই যাত্রী ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-১৪২ নম্বর ফ্লাইটের ২৪-এ এবং ২৪-বি নম্বর সিটে ঢাকায় আসে। উভয়ই নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর গ্রামে থাকেন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।