রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

চার দিনের অবরোধের পর স্বাভাবিক হলো খাগড়াছড়ি, শুরু হলো যান চলাচল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৮:৫৬

ছবি: সংগৃহীত

খাগড়াছড়িতে চার দিনের অবরোধের পর স্বস্তি ফিরতে শুরু করেছে। অবরোধ স্থগিতের পর বুধবার (১ অক্টোবর) সকাল থেকে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু হয়েছে এবং দোকানপাটও খোলার মুখ দেখেছে।

তবে খাগড়াছড়ি সদর উপজেলা, খাগড়াছড়ি পৌরসভা এবং গুইমারা উপজেলায় এখনও ১৪৪ ধারা বলবৎ রয়েছে। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে।

এর আগে, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং প্রশাসনের ৮ দফা দাবি বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে ৫ অক্টোবর পর্যন্ত বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ স্থগিত করে জুম্ম ছাত্র-জনতা।

অবরোধ স্থগিত হওয়ার পর খাগড়াছড়ি-ঢাকা, খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-রাঙামাটি সড়কে যান চলাচল শুরু হয়েছে। দুর্গাপূজার ছুটিতে বাড়ি ফিরতে চাওয়া মানুষ এবং আত্মীয়-স্বজনের বাড়ি থেকে ফিরে আসা মানুষরা স্বস্তি অনুভব করছেন।

খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ বলেন, “১৪৪ ধারা জারি থাকলেও শারদীয় দুর্গোৎসবের কারণে মানুষের যাতায়াতকে বাধাগ্রস্ত করা হচ্ছে না। পরিস্থিতি ভালো থাকলে শিগগিরই ১৪৪ ধারা তুলে নেওয়া হতে পারে।”

এদিকে, গত রোববার গুইমারায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি যুব নিহত হওয়ার ঘটনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত রয়েছে।

খাগড়াছড়ি জেলা প্রশাসন গুইমারায় সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর রাতে সিঙ্গিনালায় মারমা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পুলিশ মামলা দায়ের করে। সন্দেহভাজন এক যুবককে পুলিশ আটক করেছে এবং আদালতের মাধ্যমে রিমান্ডে পাঠানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top