শহীদ শরীফ ওসমান হাদির আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯
দুবৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির নির্বাচনী আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির প্রতীক শাপলা কলি নিয়ে ঢাকা-৮ আসনে নির্বাচন করবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী।
রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন,
“শহীদ শরীফ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। এই আসনে আরেক বিপ্লবী নেতা নাসিরুদ্দিন পাটোয়ারী শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করবেন।”
এনসিপি সূত্র জানায়, শহীদ শরীফ ওসমান হাদির আত্মত্যাগ ও রাজনৈতিক আদর্শকে সামনে রেখেই এই আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। দলটি আশা করছে, জনগণের সক্রিয় সমর্থনে এই আসনে শক্ত অবস্থান তৈরি করতে পারবেন নাসিরুদ্দিন পাটোয়ারী।
উল্লেখ্য, নাসিরুদ্দিন পাটোয়ারী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হিসেবে দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
এনএফ৭১/এসআর
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।