কুরআন-সুন্নাহর বাইরে আইন হবে না: ওলামা সভায় মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:২০
দেশ এখন এক ভয়াবহ ক্রান্তিকাল পার করছে—এমনটাই মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে ঠাকুরগাঁওয়ে আলেম-ওলামাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি সতর্ক করে বলেন, আড়ালে থেকে একটি বিশেষ গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
ধর্মীয় মূল্যবোধ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টার কড়া জবাব দিয়ে ফখরুল স্পষ্ট জানান, বিএনপি অঙ্গীকারবদ্ধ—কুরআন ও সুন্নাহর বাইরে দেশে কোনো আইন করতে দেওয়া হবে না। তিনি বলেন, অতীতে আলেমদের জঙ্গি সাজিয়ে ভয় দেখানো হতো, কিন্তু সেই অন্ধকার সময় আমরা পার করে এসেছি।
আসন্ন নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, নির্বাচন বানচালের জন্য বড় রকমের চক্রান্ত চলছে। নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চক্রান্তকারীদের সফল হতে না দেওয়ার আহ্বান জানান তিনি। বক্তব্যের শেষে তিনি আবু সাঈদ, ওয়াসিম এবং শহীদ ওসমান হাদিসহ জুলাই অভ্যুত্থানের বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।