রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২

ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৭টি দোকান

ফরিদপুর প্রতিনিধি | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১২:২৮

ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হয় বাজারের মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটে থাকা নাসির দর্জির দোকান থেকে। প্রাথমিক ধারণা, বিদ্যুতের শট সার্কিটের কারণে আগুন লাগে।

আগুনে বাচ্চু মোল্যার মার্কেট, আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটের মনোহরি দোকান, ওষুধের দোকান, টেইলার্স, বীজ ভান্ডার, জুতো, রেস্টুরেন্টসহ মোট ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়। স্থানীয়রা এবং মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, “বাজারে তখন অধিকাংশ দোকান বন্ধ ছিল। পাশের আমার দোকানও ছিল, কিন্তু আল্লাহর রহমতে ক্ষয়ক্ষতি হয়নি।”

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য বুলবুল হোসেন জানান, “আগুন নাসির দর্জির দোকান থেকে শট সার্কিটের কারণে শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।”

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খালেক শেখ বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে মধুখালী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছিল। দুই ইউনিট এবং স্থানীয় মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top