সেন্টমার্টিনগামী জাহাজে ভয়াবহ আগুন: অল্পের জন্য রক্ষা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭
কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ লেগেছে ভয়াবহ আগুন। আজ শনিবার সকাল ৭টার দিকে নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো পর্যটক বহনের জন্য জাহাজটি যখন ঘাটে আসছিল, তখনই হঠাৎ ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। সী ক্রুজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানিয়েছেন, জাহাজটি ঘাটে ভেড়ার আগেই এই অগ্নিকাণ্ড শুরু হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত করেছেন যে, আগুন লাগার সময় জাহাজে কোনো পর্যটক ছিলেন না। যদি পর্যটক বোঝাই থাকা অবস্থায় মাঝ সাগরে এই ঘটনা ঘটত, তবে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে, তবে জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানিয়েছেন, আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। পর্যটকদের নিরাপত্তার বিষয়ে প্রশাসন এখন আরও কঠোর অবস্থানে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।