লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে অগ্নিকাণ্ড: দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪১
লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত কিশোরী সালমা আক্তার স্মৃতি (১৭) শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। এর আগে একই ঘটনায় তার ছোট বোন আয়েশা আক্তার বিনতি (৮) আগুনে পুড়ে মারা যায়। বেলাল হোসেন নিজেও অগ্নিকাণ্ডে দগ্ধ হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৯ ডিসেম্বর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা বেলাল হোসেনের বসতঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায়। ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় শিশু আয়েশা।
এ ঘটনায় বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেজো মেয়ে সায়মা আক্তার বিথি দগ্ধ হন। আহতদের উদ্ধার করে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর দগ্ধ স্মৃতি ও বিথিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। সেখানে স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ এবং বিথির শরীরের প্রায় ২ শতাংশ দগ্ধ হওয়ার কথা জানান চিকিৎসকরা। চিকিৎসা শেষে বিথিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হলেও স্মৃতি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনার দিন আগুনে পুড়ে একজন শিশুর মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের শনাক্তে কাজ চলছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।