বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

তিন পুলিশ সদস্য ছুরিকাঘাতে আহত

পাবনায় নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত ছেলে আটক

পাবনা প্রতিনিধি | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ০৯:৪০

ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় নামাজ আদায়রত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক মাদকাসক্ত ছেলে। পরে অভিযুক্তকে আটক করতে গেলে তার ছুরিকাঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের নাম নিজাম প্রামাণিক (৬০)। তিনি ওই গ্রামের মৃত ইন্তাজ প্রামাণিকের ছেলে। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিককে (৩৫) স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। প্রায়ই বাবার কাছে মাদকের টাকার জন্য ঝগড়া করতেন। টাকা না পেলে বাড়িতে ভাঙচুরও করতেন। রবিবার রাতে নিজাম প্রামাণিক এশার নামাজে দাঁড়ালে মোস্তফা ঘরে ঢুকে দরজা বন্ধ করে হাতে থাকা হাঁসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

চিৎকার না শুনে পরিবারের সদস্যরা কিছুক্ষণ পর দরজা ভেঙে ভেতরে ঢুকে লাশ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্তকে আটক করতে গেলে সে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তিন পুলিশ সদস্যকে আহত করে।

আহতরা হলেন সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুবকর সিদ্দিক, জিয়াউর রহমান ও আবু রায়হান। এর মধ্যে এসআই জিয়াউর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিহতের বড় ছেলে মিজানুর রহমান বলেন,

“আমার ভাই মোস্তফা দীর্ঘদিন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায়ই বাবার সঙ্গে ঝগড়া করত। না পেয়ে আজ বাবাকেই হত্যা করেছে।”

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন,

“লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত মোস্তফাকে আটক করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন। প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারী মাদকাসক্ত। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top