তারেক রহমানের অনুরোধ রেখেছেন নেতা-কর্মীরা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধ সম্মান রেখে দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা তাঁকে বিদায় জানাতে লন্ডনের হিথরো বিমানবন্দরে ভিড় করেননি।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টা) তাঁর স্ত্রী ও কন্যাসহ বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করেন।
এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় তিনি ২৫ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দেন এবং সেখানেই দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। সভায় দেওয়া বক্তব্যে তিনি স্পষ্টভাবে অনুরোধ করেন, বিদায়ের সময় যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এ আশঙ্কার কথাও তিনি উল্লেখ করেন।
তারেক রহমানের এই অনুরোধ যথাযথভাবে পালন করেছেন যুক্তরাজ্য বিএনপির নেতা-কর্মীরা। গতকাল হিথরো বিমানবন্দরের টার্মিনাল-৪ এলাকায় দেখা যায়, সেখানে উপস্থিত ছিলেন মূলত যাত্রীরা ও গণমাধ্যমকর্মীরা। আনুমানিক ৪০–৫০ জন সাংবাদিক সেখানে ছিলেন। যাত্রীদের মধ্যে কেউ কেউ বিএনপির সঙ্গে সম্পৃক্ত হলেও দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাউকে উপস্থিত দেখা যায়নি।
এ সময় বিমানবন্দরে শুধু যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদকে দেখা গেলেও দলের বা অঙ্গসংগঠনের অন্য কোনো নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন না।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।