বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: সিলেটে নামলো বিশেষ বিমান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭

সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান! অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবতরণের তথ্য আজ সকাল ৯টা ৫৬ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডন সময় বৃহস্পতিবার রাত ১২টা ১৭ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন।

তারেক রহমানের সাথে দেশে ফিরেছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছুক্ষণ অবস্থানের পর তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় তার জন্য নির্মিত হয়েছে বিশাল গণসংবর্ধনা মঞ্চ। সেখানে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য দেবেন। এরপর বিকেল ৪টা ১০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে।

এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর ও আশপাশের এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মোতায়েন রয়েছে সোয়াট টিম এবং বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। হাসপাতাল থেকে তিনি সরাসরি গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় যাবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top