বিএনপি মনোনয়ন ঘোষণা: আনন্দ ও বিক্ষোভ, দেশজুড়ে উত্তেজনা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১০:১১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশের ২৩৭টি আসনের জন্য ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যার পর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে।
প্রার্থী ঘোষণার খবরে দেশের বিভিন্ন জেলায় দুইধরনের প্রতিক্রিয়া দেখা গেছে—একদিকে আনন্দ মিছিল ও উৎসব, অন্যদিকে মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বিক্ষোভ ও সড়ক অবরোধে নেমেছেন।মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনে মনোনয়ন পাওয়ার পর সাবেক এমপি মাসুদ অরুন ও আমজাদ হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জাভেদ মাসুদ মিল্টনের সমর্থকরা মনোনয়নবঞ্চিত হওয়ায় সড়ক অবরোধ করে, মোটরসাইকেল ভাঙচুর ও অফিসে অগ্নিসংযোগ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী।
ফরিদগঞ্জ, চাঁদপুর:
মনোনয়ন না পাওয়ায় জেলা বিএনপির আহ্বায়ক এম.এ হান্নানের সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন।
সাতক্ষীরা:
মনোনয়ন না পাওয়া অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের সমর্থকরা টায়ার জ্বালিয়ে প্রধান মহাসড়কে অবস্থান নেন।
গৌরীপুর, ময়মনসিংহ:
মনোনয়নবঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।
শিবচর, মাদারীপুর:
মাদারীপুর-১ আসনে মনোনয়নবঞ্চিত সমর্থকরা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ ঘটান।
কুমিল্লা, নাটোর, চট্টগ্রাম, মাগুরা, নওগাঁ:
মনোনয়নবঞ্চিত প্রার্থীদের সমর্থকরা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এতে যান চলাচল বন্ধ থাকে এবং পুলিশ ও হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি ঘিরে ভিন্ন চিত্রও দেখা গেছে। বগুড়া, রংপুর ও ফেনী জেলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মনোনয়নপ্রাপ্তদের সমর্থকরা বাড়িতে মিষ্টি বিতরণ ও মোটরসাইকেল র্যালি করে উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।