বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

৩৬০ আউলিয়ার পূণ্যভূমি, প্রকৃতি ও আধ্যাত্মিকতার অপার সমন্বয় সিলেট

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১১:৩৭

সংগৃহীত

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট জেলা প্রকৃতি, ইতিহাস ও আধ্যাত্মিকতার অপার মেলবন্ধনে অনন্য এক পর্যটন গন্তব্য। ৩৬০ আউলিয়ার পূণ্যভূমি হিসেবে পরিচিত সিলেটে রয়েছে পাহাড়, নদী, ঝরনা, চা-বাগান, বন আর নীল জলরাশির মনোমুগ্ধকর সমারোহ। একই সঙ্গে রয়েছে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার, যা দেশি-বিদেশি ভক্ত ও পর্যটকদের অন্যতম আকর্ষণ।

ঢাকা থেকে সড়ক, রেল, বা আকাশপথে সহজেই সিলেটে যাওয়া যায়। ব্যক্তিগত গাড়িতেও ভ্রমণ সম্ভব, আর ভাড়া তুলনামূলকভাবে হাতের নাগালের মধ্যেই। পর্যটকদের বাজেট অনুযায়ী বাস, ট্রেন বা প্লেন—যে কোনো মাধ্যমেই সিলেট যাত্রা করা যায়।

থাকার জন্য সিলেটে রয়েছে নানা মানের হোটেল ও রিসোর্ট। শহরের কেন্দ্রেই বেশিরভাগ বিলাসবহুল হোটেল অবস্থিত, যেখানে আগেভাগেই বুকিং করা যায় অথবা পৌঁছে সরাসরি রুম নেওয়ার সুযোগও রয়েছে।

সিলেটের সবচেয়ে দর্শনীয় স্থানগুলোর একটি হলো হযরত শাহজালাল (রহ.)-এর মাজার। ঐতিহাসিক হরিকেল রাজ্যের এই এলাকায়ই ছিল তাঁর দাওয়াতি কার্যক্রমের কেন্দ্র। মাজার প্রাঙ্গণের পুকুরে রয়েছে বিশাল আকৃতির গজার মাছ, আর আকাশে ও প্রাঙ্গণে ওড়া অসংখ্য কবুতর দর্শনার্থীদের মন কেড়ে নেয়। এখানেই শায়িত আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ।

সিলেট শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার উত্তর-পূর্বে গোয়াইনঘাট উপজেলার জাফলং অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জাফলং-এ পিয়াইন নদীর তীরে স্তরে স্তরে পাথরের স্তুপ, ডাউকি পাহাড় থেকে ঝরে পড়া জলপ্রপাত আর বিখ্যাত ঝুলন্ত ডাউকি ব্রিজ পর্যটকদের মুগ্ধ করে।

অন্যদিকে, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথরের রাজ্য হিসেবে খ্যাত। এখানে নীলচে স্বচ্ছ পানির ধারা, পাহাড়ঘেরা দৃশ্য আর পাথরের সমারোহ এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য সৃষ্টি করেছে।

আরও একটি ব্যতিক্রমধর্মী স্থান হলো রাতারগুল জলাবন—পৃথিবীর বিরল কয়েকটি জলাবনের মধ্যে একটি। বছরের চার থেকে সাত মাস এই বনের গাছপালা পানির নিচে থাকে। এখানে রয়েছে হিজল, করচ, বরুণ, পিঠালি প্রভৃতি জলসহিষ্ণু গাছের সমারোহ, যা এক ভিন্ন জগতের অভিজ্ঞতা এনে দেয়।

এছাড়া লালাখালের নীল পানির সৌন্দর্য, জৈন্তিয়া পাহাড়ের পাদদেশের চা-বাগান এবং নদীমাতৃক প্রাকৃতিক দৃশ্য সিলেট ভ্রমণকে করে তোলে অনন্য।

প্রকৃতি, পাহাড়, আধ্যাত্মিকতা ও আতিথেয়তার মেলবন্ধনে সিলেট আজ বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্যটন কেন্দ্র।

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top