বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তিনবিঘা করিডোরে বাংলাদেশি যুবক আটক

রাকিব হাসান | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৫:২৯

দিনাজপুরের শেতাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ, দহগ্রাম চেকপোস্টে ফেরার সময় বিজিবির হাতে আটক । ছবি: সংগৃহীত

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিনবিঘা করিডোর এলাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের সময় এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম শ্রী তন্ময় (২৫)। তিনি দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার মুশিদহাট গ্রামের শ্রী বিমল চন্দ্রের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকা ডিএএমপি-৭/২৭ হতে প্রায় ২৫ গজ বাংলাদেশের ভেতরে তিনবিঘা করিডোর চেকপোস্টে দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা তন্ময়কে আটক করেন। তিনি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তন্ময় জানান, ২০২৪ সালে পাসপোর্ট ও ভিসাবিহীনভাবে দিনাজপুরের শেতাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে ভারতীয় মানবপাচারকারী মো. আলমগীরের সহায়তায় বাংলাদেশে ফেরার সময় দহগ্রাম চেকপোস্টে তাকে বিজিবি আটক করে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির পরিচয় যাচাই করতে তার বড় ভাই সঞ্জয় কুমারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তন্ময়কে বাংলাদেশি নাগরিক হিসেবে নিশ্চিত করেন।

পরে অধিকতর তদন্তের স্বার্থে তন্ময়ের নামে মামলা দায়ের করে তাকে পাটগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top