আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে ঘিরে আমিনবাজারে পুলিশের তল্লাশি, আটক ৪
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৫, ১৭:২১
আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে রাজধানীতে প্রবেশের অন্যতম পথ সাভারের আমিনবাজারে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বুধবার (১২ নভেম্বর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ঢাকামুখি লেনে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় সাভার মডেল থানার পুলিশ।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহী বাসের সংখ্যা ছিল অন্যান্য দিনের তুলনায় কম। তবে ব্যক্তিগত গাড়ি ও লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করেছে। দুপুরের পর থেকে পুলিশ প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালিয়ে যাত্রীদের পরিচয়পত্র পরীক্ষা করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, আগামীকালের লকডাউনকে সামনে রেখে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট বসানো হয়েছে। এসময় বিভিন্ন যানবাহন ও যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে বলে তিনি জানান।
ওসি আরও বলেন, জনগণের নিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে সড়কে পুলিশের তল্লাশি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।