চাঁদা দাবিতে হামলা—সবুজবাগে ঠিকাদার গুরুতর আহত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ১২:০৭
রাজধানীর সবুজবাগ থানাধীন এলাকায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ করেন জমির মালিক মোঃ ইসাহাক আলী।
ইসাহাক আলীর দাবি, তার ২.৫ কাঠা জমির ওপর বাড়ি নির্মাণ কাজ চলছিল। এ সময় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত বিপ্লব ও দিদার নামের দুই ব্যক্তি চাঁদা দাবিসহ নির্মাণ কাজে চাপ সৃষ্টি করতে থাকেন। অভিযোগ অনুযায়ী, চাঁদা না পেয়ে আজ দুপুরে তারা নির্মাণকাজের ঠিকাদারকে মারধর করেন এবং দোতলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন। এতে ঠিকাদার গুরুতর আহত হয়েছেন।
ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানায়, বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আহত ঠিকাদারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।