বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

কক্সবাজারে ডেঙ্গুতে রোহিঙ্গা আক্রান্ত ও মৃত্যুর হার সর্বোচ্চ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৬:০৩

সংগৃহীত

কক্সবাজার জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরে জেলা জুড়ে ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে ৭৪ শতাংশের বেশি রোহিঙ্গা। একই সঙ্গে মোট মৃত্যুর ৯০ শতাংশের বেশি রোহিঙ্গা নাগরিক।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কক্সবাজারে মোট ৭৭১৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৭২০ জন রোহিঙ্গা নাগরিক। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১ জনের, যার মধ্যে ১০ জন রোহিঙ্গা ও একজন স্থানীয় বাংলাদেশি।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হক জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রোহিঙ্গা ক্যাম্পের ফিল্ড হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ এবং চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়াও কক্সবাজার শহর, রোহিঙ্গা শিবির ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা, প্লাস্টিক পণ্য, নালা-নর্দমা ও খাল-বিল পরিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডা. হক বলেন, রোহিঙ্গা ক্যাম্পের ঘনবসতি, জমে থাকা বর্জ্য এবং জলাশয়ে পানি জমে থাকার কারণে মশার উপদ্রব বেড়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে উষ্ণ তাপমাত্রা মশা এবং অন্যান্য রোগ বহনকারী জীবের প্রজননের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে। তাই রোহিঙ্গা ক্যাম্পে আক্রান্ত এবং মৃত্যুর হার উভয়ই বেশি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top