সিলেটে যাচ্ছেন তারেক রহমান, ব্যাপক প্রস্তুতি বিএনপির
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৯:১১
দীর্ঘ প্রায় দুই দশক পর শ্বশুরবাড়ি সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাতে তার আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর বিএনপি। একই সঙ্গে তার আগমন উপলক্ষে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরানের (রহ.) মাজার প্রাঙ্গণও প্রস্তুত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তিনি প্রথমে হজরত শাহজালাল (রহ.) এবং পরে হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করবেন। এরপর দক্ষিণ সুরমার সিলাম এলাকায় অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা দেবেন।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে মাজার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে দুই মাজার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজানো হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। সম্ভাব্য জনসমাগম ও নেতাকর্মীদের উপস্থিতি বিবেচনায় সার্বিক ব্যবস্থাপনায় সমন্বয় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী কালবেলাকে জানান, “তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। তিনি আজ রাতে সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করবেন এবং পরে শ্বশুরবাড়িতে যাবেন।”
দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতাকে সশরীরে কাছে পাওয়ার খবরে সিলেটজুড়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। তারেক রহমানের এই সফরকে ঘিরে পুরো সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।