আমরা একজন অভিভাবকতুল্য মানুষকে হারালাম:শাকিব খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১৯:১৬
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক ইলিয়াস জাভেদ আর নেই। বুধবার (২১ জানুয়ারি) তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। এই গুণী শিল্পীর প্রয়াণে দেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
ইলিয়াস জাভেদের মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে স্মরণ করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোকবার্তায় ভরে উঠেছে শোবিজ অঙ্গন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ফেসবুকে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি লেখেন,
“চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও নৃত্যপরিচালক, শ্রদ্ধেয় ইলিয়াস জাভেদ। তার প্রয়াণে আমরা হারালাম শুধু একজন শিল্পীকে নয়, হারালাম একজন অভিভাবকতুল্য মানুষকেও। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিলেও পর্দায় ও শিল্পাঙ্গনে রেখে গেছেন অসংখ্য স্মৃতি ও অবদান, যা তাকে প্রজন্ম থেকে প্রজন্মে বাঁচিয়ে রাখবে। তার সৃষ্টিকর্ম ও অনুপ্রেরণা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।”
উল্লেখ্য, ইলিয়াস জাভেদ বড় পর্দায় প্রথম আত্মপ্রকাশ করেন একটি উর্দু চলচ্চিত্রের মাধ্যমে। ১৯৬৪ সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবির নাম ছিল ‘নয়ি জিন্দেগি’। তবে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘পায়েল’ সিনেমার মাধ্যমে।
এই কিংবদন্তি শিল্পীর প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। অভিনয়ের পাশাপাশি একজন দক্ষ ও গুণী নৃত্যপরিচালক হিসেবেও তিনি ব্যাপক সুখ্যাতি অর্জন করেন। বাংলা সিনেমার ইতিহাসে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।