শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

মানবপাচারকারীসহ তিনজন আটক

পাটগ্রামে সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা

রাকিব ইসলাম | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৫:৪৪

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানবপাচারকারীসহ তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে বাংলাদেশ–ভারত সীমান্তের ডিএএমপি-১ প্রধান পিলার ও উপ-পিলার ৮-এর নিকট দিয়ে এক ব্যক্তি ও এক শিশুকে ভারতে পাচারের চেষ্টা করা হয়। এ সময় দহগ্রামের আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের একটি টহলদল দহগ্রামের মিস্ত্রিপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় পাঁচ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—পাটগ্রাম পৌরসভার বেংকান্দা এলাকার মানবপাচারকারী সুজন দাস (৩০), পাচারের শিকার হাতীবান্ধা উপজেলার পুরাতন কাচারী গাওচুল্কা এলাকার হেমন্ত দাস (২৫) এবং শিশু বলরাম রায় (১২)।

বিজিবি জানায়, পাটগ্রাম উপজেলার একটি মানবপাচারকারী চক্রের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চুক্তি করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সুজন দাস মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং আরও পাঁচজন পলাতক পাচারকারীর নাম প্রকাশ করেন। তারা হলেন—দহগ্রামের আঙ্গরপোতা এলাকার জাহিনুর রহমান (৩০), শাকিরুল ইসলাম (২৮), নুরুজ্জামান (৪০), বেলাল হোসেন (৩০) ও শুভ (২৫)।

এ ঘটনায় আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আখেরুজ্জামান বাদী হয়ে মানবপাচার আইনে মামলা দায়ের করেন। পরে আটক তিনজনকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন,

“সীমান্ত সুরক্ষায় নজরদারি জোরদার করা হয়েছে এবং তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান,

“বিজিবি মানবপাচার আইনে মামলা দায়ের করে আসামিদের থানায় হস্তান্তর করেছে। শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ প্রহরায় আসামিদের লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top