শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

বাংলাদেশি যুবককে তুলে নিয়ে গেছে বিএসএফ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৬:৪৯

সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত এলাকা থেকে রাশেদুল ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আটক রাশেদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউড়া এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার ডাংগাটারী বিওপি ক্যাম্পের আওতাধীন ৮০১/১১ নম্বর সীমান্ত পিলারের কাছ দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতীয় ৩০ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ি ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলার আওতাধীন ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুম বলেন, “আটক বাংলাদেশিকে ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top