শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনায় মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল, বিপর্যস্ত বিমান চলাচল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৪ জানুয়ারী ২০২৬, ১৭:২১

সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় মধ্যপ্রাচ্যগামী এবং মধ্যপ্রাচ্যের আকাশসীমা ব্যবহারকারী বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করেছে শীর্ষ আন্তর্জাতিক এয়ারলাইনগুলো। এ তালিকায় রয়েছে নেদারল্যান্ডসের কেএলএম, জার্মানির লুফথানসা এবং ফ্রান্সের এয়ার ফ্রান্স।

শনিবার (২৪ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ফ্লাইট বাতিলের কারণে ইসরায়েল, দুবাই এবং সৌদি আরবের রাজধানী রিয়াদসহ গুরুত্বপূর্ণ গন্তব্যে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এয়ার ফ্রান্স সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে কেএলএম জানিয়েছে, তারা ইরান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলের আকাশসীমা ব্যবহারকারী কোনো গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের একটি নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে তিনি এটিকে সতর্কতামূলক ব্যবস্থা বলে উল্লেখ করেন। ট্রাম্প বলেন, “আমরা অনেক জাহাজ ওই দিকে পাঠাচ্ছি—যদি প্রয়োজন হয়। আমাদের একটি বড় বাহিনী ইরানের দিকে যাচ্ছে, যদিও হয়তো সেটি ব্যবহার করতেই হবে না।”

হোয়াইট হাউস জানিয়েছে, ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে এর পরও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতিতে কোনো শিথিলতা দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, মার্কিন নৌবহরের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী রণতরীসহ একাধিক গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার শিগগিরই আরব সাগর বা পারস্য উপসাগর অঞ্চলে পৌঁছাতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ফ্রান্স ও তাদের সহযোগী সংস্থাগুলো তেলআবিবসহ উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিল করেছে। লুফথানসা জানিয়েছে, তারা ইসরায়েলে কেবল দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করবে এবং ইরানের আকাশসীমা এড়িয়ে চলবে।

এক বিবৃতিতে এয়ার ফ্রান্স জানায়, “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে আমরা সাময়িকভাবে দুবাইগামী ফ্লাইট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।” যাত্রী ও বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানায় সংস্থাটি।

কেএলএম জানিয়েছে, তারা তেলআবিব, দুবাই, দাম্মাম ও রিয়াদে ফ্লাইট স্থগিত করেছে এবং ইরান, ইরাক, ইসরায়েল ও উপসাগরীয় কয়েকটি দেশের আকাশসীমা ব্যবহার করবে না। ডাচ গণমাধ্যম এনওএসকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এ বিষয়ে তারা নেদারল্যান্ডস সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনস এবং কানাডার এয়ার কানাডাও তেলআবিবগামী ফ্লাইট বাতিল করেছে।

এভিয়েশন বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি বেসামরিক বিমান চলাচলের জন্য বড় হুমকি হয়ে উঠছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক অভিযানের আশঙ্কায় ইরান প্রায় চার ঘণ্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ রাখে, যার ফলে বিশ্বজুড়ে বহু ফ্লাইট ব্যাহত হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top