মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা ও দুই সন্তানের মৃত্যু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৫:০০

সংগৃহীত

গাজীপুর মহানগরীর পূবাইল রেলগেটে ট্রেনে কাটা পড়ে দুই শিশু ও তাদের মা নিহত হয়েছেন। নিহতরা হলেন হাফেজা খাতুন মালা (৩৫) ও তার সন্তানরা—মেয়ে তাবাসসুম (৮) ও ছেলে মারুফ (৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হাফেজা খাতুন তার দুই সন্তানকে নিয়ে রেলক্রসিং এলাকায় দাঁড়িয়ে ছিলেন। তখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার দিকে আসা তিতাস এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। রেলক্রসিংয়ের গেটম্যান চিৎকার করে তাদের সরানোর চেষ্টা করলেও তিনি দুই সন্তানকে ধরে ট্রেনলাইনে দাঁড়িয়ে থাকেন। এতে তারা ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ হারান।

নিহতের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, হাফেজা খাতুন কালীগঞ্জ উপজেলার আতুরীতে শ্বশুরবাড়িতে বসবাস করতেন। ঘটনার সকালে শ্বশুরবাড়িতে ঝগড়ার পর তিনি সন্তানদের স্কুলে পাঠানোর কথা বলে রেললাইনের দিকে যান।

পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আল আমিন জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মা ও দুই সন্তান আত্মহত্যা করেছেন। পূবাইল ওসি আতিকুল ইসলাম জানিয়েছেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গেটম্যান আব্দুল সাত্তার বলেন, ‘‘আমি দৌড়ে গিয়ে তাদের রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।’’

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top