মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২

নতুন পে-স্কেল অন্তর্বর্তী সরকারের বাস্তবায়নের সুযোগ নেই : ফাওজুল কবির

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ জানুয়ারী ২০২৬, ১৫:০৩

সংগৃহীত

সরকারি চাকরিজীবিদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। কমিশন সুপারিশ করেছে প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সব স্তরে বেতন বাড়ানো হোক।

তবে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের এই সুপারিশ বাস্তবায়নের সুযোগ নেই। মঙ্গলবার সচিবালয়ে ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “পে-স্কেল নিয়ে পে কমিশন শুধু রিপোর্ট দিয়েছে। এটি ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং আগামী সরকারের কাজের জন্য সুবিধা হবে। বর্তমান অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারবে না।”

২০১৫ সালের বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১৫ লাখ। নতুন পে-স্কেলের দীর্ঘ অপ্রয়োগের কারণে সরকারি চাকরিজীবীরা বহু বছর ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। গত বছর জুলাইয়ে অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের বেতন কমিশন গঠন করে।

বেতন কমিশনের প্রতিবেদন অনুযায়ী সর্বনিম্ন গ্রেড ২০-এর মূল বেতন হবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেড ১-এর বেতন হবে ১ লাখ ৬০ হাজার টাকা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top