• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


অধিনায়কত্ব ছাড়তে চাননি কোহলি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১, ২৩:২৪

অধিনায়কত্ব ছাড়তে চাননি কোহলি!

টি-টোয়েন্টির পর ওয়ানডে ক্রিকেটের অধিনায়কত্বও হারিয়েছেন বিরাট কোহলি। তার জায়গায় রোহিতকে ওয়ানডে ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বিসিসিআই। তবে জানা গেছে অনেকটা জোড় করেই অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছিল কোহলিকে। কারণ তিনি অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অধিনায়কত্ব ছাড়তে রাজি ছিলেন না কোহলি। তাকে নেতৃত্ব ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় দিয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। এরপরেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয় নতুন অধিনায়কের নাম।

যদিও এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কোহলিকে নেতৃত্ব থেকে সরানো নিয়ে কোনও কিছুই বলা হয়নি। প্রায় হঠাৎ করেই বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়, টি-টোয়েন্টি এবং এক দিনের ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত।

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। জানা গেছে, তার আগে নতুন অধিনায়ককে যথেষ্ট সময় দিতে চাইছে বোর্ড। সে জন্যই এখন থেকেই দলের নেতৃত্ব তুলে দেওয়া হলো রোহিতের হাতে। কোহলির নেতৃত্বে আইসিসির কোনো ট্রফি জিততে পারেনি ভারত। তার নেতৃত্ব নিয়ে দলের অন্দরেই বার বার প্রশ্ন উঠছিল। বোর্ডের কাছে সিনিয়র খেলোয়াড়দের থেকে অভিযোগ এসেছিল বলেও শোনা যায়। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় ভারতকে। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার হারতে হয় পাকিস্তানের বিরুদ্ধে। কোচ রবি শাস্ত্রীর মেয়াদ শেষ হতেই শেষ হল সাদা বলের ক্রিকেটে কোহলির নেতৃত্বের মেয়াদ।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top