শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ মিশন শুরু আজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২২, ০০:২০

বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ মিশন শুরু আজ

প্রথমবারের মতো কোনো বিশ্ব আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামছে বাংলাদেশের যুবারা। ২০২০ সালের যুব বিশ্বকাপ জেতায়, এবারের দলটির ওপরও রয়েছে একই প্রত্যাশা। সেই প্রত্যাশাপূরণের মিশনে রবিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ সময় রবিবার সন্ধ্যা ৭টায় সেইন্ট কিটসের ওয়ার্নার পার্কে ইংলিশদের মুখোমুখি হবে রাকিবুল হাসানের নেতৃত্বাধীন দল।

বিশ্বকাপের মূল শুরুর আগে আনুষ্ঠানিক প্রস্তুতি পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৫ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। পাকিস্তানের বিপক্ষে খুব একটা ভালো কাটেনি। তবে সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন সম্পর্কে একটা ধারণা পেয়েছে যুবারা।

ম্যাচের আগে এক ভিডিওবার্তায় বাংলাদেশ দলের অধিনায়ক রাকিবুল হাসান বলেছেন, রবিবার আমাদের প্রথম ম্যাচ। আমরা সবাই সুস্থ আছি। ভালো একটা প্রস্তুতি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবো। এখানে আসার পর দুইটা প্রস্তুতি ম্যাচ খেলেছি। ফলে এখানের উইকেট, কন্ডিশন সম্পর্কে একটা ধারণা জন্মেছে।’

নিজের পরিকল্পনা ও প্রক্রিয়ায় ওপর পূর্ণ আস্থার কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এখন আমরা যদি আমাদের পরিকল্পনা ও প্রক্রিয়া অনুযায়ী মাঠে শতভাগ দিতে পারি, তাহলে ভালো একটা ফল নিয়েই ম্যাচটা শেষ করতে পারবো। ইনশাআল্লাহ্।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top