• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ই-কমার্স আইন প্রণয়নের কাজ শুরু করেছে বানিজ্য মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫

ই-কমার্স আইন প্রণয়নের কাজ শুরু করেছে বানিজ্য মন্ত্রণালয়

ই-কমার্সের নামে প্রতারণার রাশ টানতে ই-কমার্স আইন প্রণয়ন নিয়ে বানিজ্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক ১০টি ই-কমার্স সাইটের তদন্ত প্রতিবেদন পাঠানোর পর আইনটি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভায় হওয়ার কথা রয়েছে।

এরই মধ্যে বুধবার (২১ সেপ্টেম্বর)অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এক সভা শেষে সাংবাদিকদের বলেছেন,‘ই-কমার্স প্রতারণার দায় সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে। এদিন ‘ডিজিটাল কমার্স ব্যবসায় সাম্প্রতিক সমস্যা’ বিষয়ে পর্যালোচনা সভায় ই-কমার্স বন্ধ না করে শৃঙ্খলায় ফেরানোর তাগিদ দিয়েছেন সরকারের চার মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্য সচিব তপন কান্তি বলেন, সম্প্রতি দেশের বেশ কিছু ই-কমার্স প্রতিষ্ঠান দ্বারা গ্রাহকরা প্রতারিত হওয়ার ঘটনা ঘটায় আমরা ই-কমার্স প্ল্যাটফর্মের জালিয়াতি রোধে একটি ই-কমার্স আইন প্রণয়নের কাজ করছি। যাতে গ্রাহকরা প্রতারিত হওয়ার হাত থেকে মুক্তি পান। একই সঙ্গে তাদের অর্থও ফেরত পেতে পারেন। পাশাপাশি প্রতারক প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা সম্ভব হয়।

জানা গেছে, কোম্পানি আইন অনুযায়ী আদালতের অনুমতি ছাড়া সরকার কোনো কোম্পানিতে প্রশাসক নিয়োগ করতে পারে না। তবে ই-ভ্যালির ক্ষেত্রে ব্যতিক্রমী পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ করা সরকারের পক্ষে সম্ভব কিনা তা খতিয়ে দেখছে বাণিজ্য মন্ত্রণালয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top