মূল্যস্ফীতির লাগাম টানতে কড়া নীতিতে বাংলাদেশ ব্যাংক, গভর্নরের কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৭:৩৭

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, মূল নীতি সুদহার অর্থাৎ রেপো হার অপরিবর্তিত রাখা হয়েছে ১০ শতাংশে। তারা বলছেন, মূল্যস্ফীতি যদি ৭ শতাংশের নিচে স্থায়ীভাবে না নামে, ততদিন এই হার বজায় থাকবে।
স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির সুদ হার রাখা হয়েছে ১১ দশমিক ৫ শতাংশে, আর স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির হার কমিয়ে ৮ শতাংশে আনা হয়েছে। গত জুনে দেশের মূল্যস্ফীতির হার ৩৫ মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে। আর বেসরকারি খাতে ঋণের বৃদ্ধিও কমে এসেছে মাত্র ৬ দশমিক ৪০ শতাংশে।
ব্যবসায়ীরা সুদের হার কমিয়ে বিনিয়োগ বাড়ানোর আহ্বান দিয়েছেন, কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনই রেপো হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মূল্যস্ফীতি ৬ দশমিক ৫০ শতাংশে নামানোর লক্ষ্য রাখা হয়েছে, আর জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৫ দশমিক ৫০ শতাংশ।
সুতরাং, সাময়িকভাবে সুদের হার অপরিবর্তিত থাকলেও অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর নজর রেখে ভবিষ্যতে নীতিমালা পরিবর্তন হতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।