শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

সজীব জয়, পুতুল, রেহানার নাম প্লট দুর্নীতিতে—শুরু বিচার, গ্রেপ্তারি আদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫, ১৭:২৫

ছবি: সংগৃহীত

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, সজীব জয়, পুতুলসহ পরিবারের বিরুদ্ধে বিচার শুরু, গ্রেপ্তারি পরোয়ানা জারি। ঢাকার বিশেষ জজ আদালত-৫ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনা ও তার পরিবারের ৭ সদস্যসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। অভিযোগের মূল বিষয় হলো পূর্বাচলের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক ছয়টি মামলা।

এই মামলায় অভিযোগ গঠনের শুনানিতে আদালত দুদকের পক্ষ থেকে প্রমাণ উপস্থাপন শুনে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেন। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

শেখ হাসিনার পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন — ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক এবং রাদওয়ান মুজিব সিদ্দিক বা ববি।

মামলার সাক্ষ্যগ্রহণ আগামী ১১ ও ১৩ আগস্ট অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। ২০১৯ সালের ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৬০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার মাধ্যমে এই দুর্নীতির অভিযোগ। মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ আরও অনেকে যুক্ত আছেন। এদিকে, মামলাগুলো গত ২০ জুলাই অন্য আদালতে স্থানান্তরিত হয় এবং দুদক অভিযোগপত্র জমা দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top