এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, সিলিন্ডার বিক্রি চালু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৬:৫৬
বাংলাদেশে এলপিজি ব্যবসায়ীরা দেশব্যাপী ঘোষণা করা ধর্মঘট প্রত্যাহার করেছেন। এতে বন্ধের ঘোষণা দেওয়া এলপিজি সিলিন্ডার বিক্রি পুনরায় শুরু হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এর সঙ্গে বৈঠকের পর এ তথ্য নিশ্চিত করেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
এর আগে, বুধবার (৭ জানুয়ারি) এলপি গ্যাস ব্যবসায়ী সমিতি লিমিটেড দেশের সব কোম্পানির প্ল্যান্ট থেকে এলপিজি উত্তোলন ও সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছিল। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেছিলেন, বিইআরসি কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা না করে নতুন মূল্য নির্ধারণ করেছে। পাশাপাশি পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধের দাবি তুলেছিল তারা।
বিএনআরসি প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে থাকে। সর্বশেষ ৪ জানুয়ারি কমিশন নতুন মূল্য ঘোষণা করেছিল। ব্যবসায়ীরা দাবি করেছিলেন, নতুন মূল্য নির্ধারণের আগে তাদের সঙ্গে আলোচনা করা হোক।
বৈঠকের পর সমিতি সভাপতি জানিয়েছেন, প্রাসঙ্গিক সব বিষয় সমাধান হওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন এবং সিলিন্ডার বিক্রি পুনরায় চালু হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।