• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


কালো থেকে ফর্সা হওয়ার গোপন রহস্য ফাঁস করলেন কাজল

রাজিউর রাহমান | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২৩, ০২:৫৫

কাজল মুখার্জী

বলিউড ইন্ডাস্ট্রিতে তারকাদের সিক্রেটগুলো এতদিনে সকলেরই জানা। শ্রীদেবী থেকে শুরু করে বলিউডের এই প্রজন্মের প্রায় সকলেই ‘প্লাস্টিক সুন্দরী’। এ নিয়ে বিতর্কের ঝড় কম হয়না। বলিউডের দাপুটে অভিনেত্রী কাজলকেও অবশ্য এই নিয়ে কথা শুনতে হয়। কারণে অকারণে প্রায়ই মিডিয়াতে চর্চায় থাকেন এই অভিনেত্রী। পর্দায় তার উপস্থিতি কেড়ে নেয় হাজারো পুরুষের মন।

কাজল দেবগনকে সাধারণত শ্যাম বর্ণ রং, কালো ভ্রু আর একগাল হাসিতে দেখেই অভ্যস্ত দর্শকরা। তার ধূসর চোখের চাহনিতে ভক্তরা হয়ে যান উন্মাদ! কিন্তু হঠাৎ করেই বদলে গেলেন তিনি। চেনা চেহারায় দেখা দিলো ছন্দপতন, হাজির হলেন ভিন্ন রুপে। তামাটে রঙ হয়ে উঠলো উজ্জ্বল। এজন্য অবশ্য বেশ কটাক্ষের শিকার হয়েছেন তিনি। এবিষয়ে এতদিন কিছু বলেননি কাজল। তবে এবার মুখ খুললেন তিনি, দিলেন গায়ের রঙ বদলের ব্যাখ্যা।

বলিউডে গায়ের রঙ অনেক বড় বিষয় একজন অভিনেত্রীর জন্য। উজ্জ্বল ফর্সা বর্ণের নায়িকাদের নিয়েই বলিউডের গ্ল্যামার দেখা যায় মুলত। তবে এই ধারাটা ভেঙে দিয়েছিলেন কাজল। নব্বইয়ের দশকে শ্যামবর্ণের কাজল বলিউডে এক নতুন জাগরণের সৃষ্টি করেন। ধবধবে ফর্সা চামড়া বা আবেদন ছড়ানো গ্ল্যামার ছাড়াই নিজেকে বলিউডের শীর্ষস্থানীয় নায়িকাদের কাতারে নিয়ে যান তিনি।

নিজের বদলে যাওয়া নিয়ে যখন মুখ খুললেন কাজল, তা শুনে সবাই তখন হেসেই অস্থির। অবশ্য বলেছিলেন হাসার মতই কিছু কথা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন কাজল। এতে দেখা যায় কালো মাস্কে মুখ ঢাকা কাজলের। চোখে পরেছিলেন চশমাও, পরনে নীল টি-শার্ট। দোকানের মধ্যে তোলা সেই ছবির ওপর অভিনেত্রী লিখেছেন, ‘তাদের জন্য, যারা প্রতিদিন জিজ্ঞাসা করেন কীভাবে এত ফরসা হলাম। এইভাবে ফরসা হয়েছি।’

ত্বকের রং নিয়েও বেশ আত্মবিশ্বাসী ছিলেন কাজল। তাহলে কেন হঠাৎ হীনম্মন্যতায় ভুগলেন? এ প্রশ্নে দর্শকের উদ্দেশ্যে কাজল বলেন, আগে রোদে শুট করতাম। তাই ট্যানড হয়ে যেতাম। অনেক দিন হলো গায়ে রোদ লাগে না। তাই রং ফিরে এসেছে। এছাড়া কিছু নয়। এই পুরো ব্যাপারটি যে অভিনেত্রী মজার ছলেই করেছিলেন, তা আর বুঝতে বাকি নেই কারোরই। আপাতত, তার এই কাণ্ডে হাসছে তার অনুরাগীরাও।

এরআগে, ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় অভিনয়ের সময়ও গায়ের রং শ্যাম বর্ণ ছিল কাজলের। তবে ২০০৬ সালে ‘ফানা’য় দেখা যায়, গায়ের রং অনেকটাই বদেলে গেছে তার। গত কয়েক দশকে অন্যতম অভিনেত্রী ছিলেন কাজল। তার সৌন্দর্যে সবাই মুগ্ধ ছিলেন।

সেলেব কিড হিসাবে মানুষ হলেও নিজের অভিনয় দক্ষতার গুণেই আজ সকলের মাঝে পরিচিত অভিনেত্রী। শুরুর সময় থেকেই একাধিক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। ‘কুছ কুছ হোতা হে’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘দিলবালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম আপকে দিল মে রেহতে হে’, ‘দিলবালে’, ‘বাজিগার’, ‘হেলিকপ্টার ইলা’, ‘ত্রিভঙ্গ’র মতো অগণিত ছবিতে অভিনয় করেছেন কাজল। শেষ তাকে ‘সালাম ভেঙ্কি’ ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতেও তার অভিনয় রীতিমতো আবারো নজর কেড়েছে, সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top