• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


রান্না করে এতিমদের ইফতার করালেন পলাশ

শাকিল খান | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৩, ১৯:৪২

জিয়াউল হক পলাশ

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকপ্রিয় হয়ে উঠেছেন তিনি। অভিনয়ের পাশিপাশি ‘ডাকবাক্স ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনও পরিচালনা করেন এই অভিনেতা। আর এই সংগঠনের পক্ষ থেকে চলতি রমজানে ৪৫০ জন এতিম বাচ্চাকে ইফতার করিয়েছেন পলাশ। আর ইফতারের সকল কেনাকাটা ও রান্নাবান্না করেছেন এই অভিনেতা নিজেই।

জানা গেছে, এই ইফতারের অর্থায়ণ করেছেন পলাশ নিজেই। সম্প্রতি খুলনায় একটি শোরুম উদ্বোধন করেছেন। সেখান থেকে প্রাপ্ত পুরো অর্থ এই ইফতারের পেছনে ব্যয় করেছেন।

পালাশের বলেন, ‘আমার মানবিক সংগঠন ডাকবাক্স। এই সংগঠনের হয়ে আমি সব সময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। আমার এই কাজে নানা সময়ে অর্থ দিয়ে সহায়তা করেছেন কাজল আরেফিন অমি ভাই (নির্মাতা) ও পূর্ণিমা আপু (চিত্রনায়িকা)। অনেকদিন থেকেই এতিম শিশুদের ইফতার করানোর একটা পরিকল্পনা ছিল।’

পলাশ বলেন, ‘ডাকবাক্স ফাউন্ডেশন কারো কাছে অর্থ সহায়তার আবেদন করে না। তবে ডাকবাক্স কোনো কার্যক্রম শুরু করার পর কেউ যদি পাশে দাঁড়াতে চায়, তাহলে তাঁকে সাদরে গ্রহণ করা হয়।’

জিয়াউল হক পলাশ অভিনয়ের পাশাপাশি নির্মাণও করে থাকেন। এবার ঈদে তাঁর অভিনীত নাটক বিদেশ ও ওয়েব সিরিজ হোটেল রিলাক্স মুক্তি পেতে যাচ্ছে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top