• ** জাতীয় ** নির্বাচন বানচাল করতে চাইলে পরিণতি ভালো হবে না : প্রধানমন্ত্রী ** ডিসেম্বর থেকে শীত পড়া শুরু হবে: আবহাওয়া অধিদপ্তর ** ১০-১৫ বছর পর বিএনপি-জামায়াতের কোনো চিহ্ন থাকবে না: জয় ** সারাদেশ ** ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে অনিয়ম, ২ প্রিসাইডিং কর্মকর্তা বরখাস্ত ** ২০ ঘণ্টা পর বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু ** সারাবিশ্ব ** ইসরায়েলকে বিদ্যুৎ না দিতে জর্ডানের সিদ্ধান্ত ** খান ইউনিসে ইসরাইলের বোমা হামলায় নিহত ২৬ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** সব খবর পেতে লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ডিভোর্সের চিঠি হাতে পেয়ে রাজ বললেন ‘আলহামদুলিল্লাহ’

শাকিল খান | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩০

ছবি: সংগৃহীত

ঢাকাই শোবিজ যেন ব্যক্তিগত জীবনের আলোচনা নিয়েই ভরপুর। এই ইন্ডাস্ট্রির বেশিরভাগ তারকাজুটির ব্যক্তিগত জীবন নানা রঙঢঙে টইটুম্বুর। ওমর সানি-মৌসুমী, শাকিব-অপু-বুবলী, শিহাস শাহিন-জাকিয়া বারী মম থেকে শুরু করে শরিফুল রাজ-পরীমণি- সবারই ঘরের কথা চায়ের দোকানেরও তুমুল আড্ডার বিষয়।

এদিকে গত ১৮ সেপ্টেম্বর রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠান পরী। রাজের গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো চিঠিটি ইতোমধ্যে হাতে পেয়েছেন রাজ। চিঠি পেয়ে লিখিত বক্তব্যে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজ। তিনি বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমনি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য। রাজ্যের জন্য যা কিছু ভালো, বাবা হিসেবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’

রাজ আরও বলেন, ‘আমার বাচ্চার মায়ের অসম্মান হয় এমন কোনো কাজ থেকে বিরত থাকবেন আশা করি। একইসঙ্গে আগামীতে আমার ব্যক্তিগত জীবন একান্তই আমার থাকবে। সেই চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করছি।’

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top