আবাসিক হোটেলে ম্যাক্স অভির সঙ্গে রিয়া মনির রাত কাটানোর অভিযোগ
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৪:৩৮

কক্সবাজারের একটি আবাসিক হোটেলে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন রিয়া মনি এমনই অভিযোগ করেছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম । হিরো আলম মানেই আলোচনার কেন্দ্রবিন্দু ।এবার হিরো আলম আবারও শিরোনামের প্রথম পাতায়, আসলো তার ব্যক্তি জীবন নিয়ে ।
আলমের বাবার মৃত্যুর পর থেকেই গত কয়েকমাস ধরে হিরো আলম - রিয়া মনি জুটির মধ্য দ্বন্দ্ব চলছিলো ।এমনকি এই দ্বন্দ্বের জের ধরে এই কন্টেন্ট ক্রিয়েটর আত্মহত্যার চেষ্টা করেছিলো ।এর পরই হিরো আলমকে সেবা ,যত্ম করে সুস্থ করে তোলেন রিয়া মনি।এমন ঘটনা দেখে নেটিজেনরা ভেবেছিলো এবার বুঝি হিরো আলম-রিয়া মনির কলহ মিট্মাট হয়ে যাচ্ছে ।কিন্তু এই ধারনা ভুল প্রমাণ করে নতুন অভিযোগ দিলো হিরো আলম ।
বৃহস্পতিবার (৭ আগস্ট)সকাল থেকেই ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে বিষয়টি জানান তিনি ।হিরো আলম দুটি ছবি শেয়ার করে এক ফেসবুক পোস্টের মাধ্যমে অভিযোগ করেন , মধ্যরাতে রিয়া মনি ও ম্যাক্স অভি কক্সবাজারে হোটেলে রাত কাটাচ্ছে। যা ঘিরে শুরু হয় তুমুল আলোচনা। হিরো আলম ফেসবুকে লেখেন, রিয়া মনি ম্যাক্স অভি আবারো কট খাইলেন। তারা বর্তমানে কক্সবাজার হোটেলে আছেন।এই পোস্টের পর আবারও অভিযোগ করেন,' রিয়া মনি মাঝে মাঝে হোটেলে রাত কাটাতেন আমাকে ডিভোর্স না দিয়ে। অবৈধ পরকীয়া করে আবারও তার প্রমাণ হলো। কক্সবাজার আজকে ধরা পড়েছে হোটেলে অভির সঙ্গে। সঙ্গে হোটেল রুমের একটি ভিডিও শেয়ার করেন হিরো আলম।'
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।