রিয়া মণির বিরহে ‘হার্ট অ্যাটাক’ করেছেন হিরো আলম
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ১৩:৪৫

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ‘হার্ট অ্যাটাক’ করেছেন এমনই তথ্য জানা যায় তার নিজের ফেসবুক পোস্টে। প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রিয়া মণি রাত কাটানোর ঘটনা প্রকাশ্যে আসার পর স্বামী আলমকে তালাকের নোটিশ দেন রিয়া মণি । এতে হিরো আলম মানসিকভাবে ভেঙ্গে পড়েন।
রিয়া মণির বিরহে তিনি তার ফেসবুকে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছিলেন ।কিন্তু সন্তানদের অনুরোধে তিনি এই স্বীদ্ধান্ত থেকে সরে দাঁড়ান । এরমধ্যেই খবর এলো বুধবার (১৩ আগস্ট) বিকেলে হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম। হিরো আলমের পরিবার জানায় , অতিরিক্ত টেনশনের কারণে হার্ট অ্যাটাক হয় হিরো আলমের । সঙ্গে সঙ্গে তাকে বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করানো হয় । পরে সেখান থেকে টিএমএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর হয়েছে ।
বিষয়: newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।