বাবার চিন্তায় কান্নায় ভেঙ্গে পড়লেন তৌহিদ আফ্রিদি

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৮:১৭

ছবি: সংগৃহীত

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির স্বপ্ন ছিলো নায়ক নয় ,বড় হয়ে বাবা নাসির উদ্দিন সাথীর মতো হবে ।কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে সেই আইডলকে গ্রেফতার করা হয় ।এতে বাবার কথা চিন্তা করে কান্নায় ভেঙ্গে পড়েন এই কনটেন্ট ক্রিয়েটর ।

রোববার (১৭ আগস্ট) মো. নাসির উদ্দিন সাথীকে যাত্রাবাড়ী থানা পুলিশ তার নিজ বাসা থেকে করেন । ফলে এই কন্টেন্ট ক্রিয়েটর ভেঙ্গে পড়েন । তিনি সোশ্যাল মিডিয়ায় বাবার স্বাস্থ্য সম্পর্কে বলেন , আমার বাবার হার্টে সমস্যা ,২ বার রিং পড়ানো হয়েছে । এ অবস্থায় আমার বাবা এতো চাপ কীভাবে সইবেন । এ ঘটনার পরিপ্রেক্ষিতে নেটিজেনরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন ।একজন ফেসবুক ব্যবহারকারী বলেন ,অনেকের বাপ সইতাছে তোমার বাপেও সইতে পারবে ।অন্য একজন কমেন্ট করেন ', গণহত্যাকারীর দোসর হওয়ার আগে এ কথাগুলো মনে ছিলো না ? উনি হচ্ছে টিভি চ্যানেল মালিক উনার কি দরকার রাজনীতিতে জড়ানো ! টিভি চ্যানেল মালিকদের হওয়া উচিত নিরপেক্ষ, কোন দলের না !'



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top