বৃহঃস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩২

ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে রণবীর সিংয়ের বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২৬, ১৮:০৮

সংগৃহীত

বলিউডের ‘এনার্জি কিং’ খ্যাত অভিনেতা রণবীর সিং এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। পর্দায় দুর্ধর্ষ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত এই অভিনেতার বিরুদ্ধে বাস্তবে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার গুরুতর অভিযোগ উঠেছে। কর্ণাটকের উপকূলবর্তী অঞ্চলের পবিত্র চৌভুন্ডি দৈব সংস্কৃতি ও হিন্দু ধর্মকে অপমান করার অভিযোগে বেঙ্গালুরুতে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

ঘটনার সূত্রপাত কয়েক মাস আগে গোয়ার একটি অনুষ্ঠানে। সেখানে মঞ্চে উঠে রণবীর সিং ব্লকবাস্টার কন্নড় সিনেমা ‘কান্তারা’র প্রশংসা করতে গিয়ে অতিউৎসাহে ছবিতে দেখানো পবিত্র ‘চৌভুন্ডি’ দৈবের বাচনভঙ্গি ও চিৎকার নকল করে দেখান। অভিযোগ অনুযায়ী, এ সময় তিনি ওই দৈব শক্তিকে ‘মহিলা ভূত’ বলে সম্বোধন করেন। এই মন্তব্য ও অঙ্গভঙ্গিকেই স্থানীয়রা চরম অবমাননাকর হিসেবে দেখছেন। কর্ণাটকের স্থানীয় সংস্কৃতিতে চৌভুন্ডি দৈব অত্যন্ত পবিত্র ও শ্রদ্ধার প্রতীক।

বুধবার (২৮ জানুয়ারি) বেঙ্গালুরুর হাই গ্রাউন্ড থানায় রণবীর সিংয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন আইনজীবী প্রশান্ত মেঠাল। পুলিশ সূত্র জানায়, ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ২৯৯ ও ৩০২ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, রণবীর সিং হিন্দু দেবদেবীদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন এবং চামুণ্ডাদেবীর অনুকরণ করতে গিয়ে কর্ণাটকের পবিত্র দেবী ও স্থানীয় বিশ্বাসকে অপমান করেছেন।

ঘটনার সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন ‘কান্তারা’ সিনেমার পরিচালক ও অভিনেতা ঋষভ শেঠি। এক সাক্ষাৎকারে তিনি জানান, রণবীর যখন মঞ্চে ওই অঙ্গভঙ্গি করছিলেন, তখন তিনি একাধিকবার থামতে অনুরোধ করেছিলেন। তবে তার সেই বারণ উপেক্ষা করেন অভিনেতা।

ঋষভ শেঠি বলেন, “আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। এটি শুধু অভিনয় বা সিনেমার বিষয় নয়—এই দৈব আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই আমি সব সময় এই দৈবের নকল করতে নিষেধ করি।”

সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে এর আগে রণবীর সিং ক্ষমা চাইলেও পরিস্থিতি শান্ত হয়নি। শেষ পর্যন্ত তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হলো। এফআইআর দায়েরের পর এখনো রণবীর সিং বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইন বিশেষজ্ঞদের মতে, যে ধারাগুলোতে মামলা হয়েছে, তা গুরুতর হওয়ায় অভিনেতাকে বড় ধরনের আইনি জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top