সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

আলিয়া ভাট লিভাইসের নতুন মুখ, দীপিকাকে সরিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৫

ছবি: সংগৃহীত

বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন ও আলিয়া ভাটকে প্রায়শই তুলনায় আনা হয়। সম্প্রতি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই একটি চমকপ্রদ ঘটনা ঘটেছে—লিভাইসের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পদে দীপিকাকে সরিয়ে আলিয়াকে নিয়োগ করা হলো।

গত ৫ সেপ্টেম্বর আমেরিকান পোশাক ব্র্যান্ড লিভাইস তাদের নতুন গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আলিয়া ভাটের নাম ঘোষণা করেছে।

এই ঘোষণার পর দীপিকার ভক্তরা হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ বলছেন আলিয়া দীপিকার স্থান ‘চুরি’ করেছেন, কেউ আবার মন্তব্য করছেন, ‘দীপিকার তুলনা নেই, অভিনন্দন আলিয়া!

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা লিখেছেন, আলিয়াকে সব জায়গায় আনা হয়েছে, সে সব কিছুতেই লোভী এবং ঈর্ষাপূর্ণ। বারবার একই মুখ দেখতে ক্লান্ত।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top