ডাকসু নির্বাচনের ফলাফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে - জয়

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২২

ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনের ফলাফল হবে ভবিষ্যতের বড় অঙ্ক এমনই মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন ।এই অভিনেতা বলেন ,“ডাকসু নির্বাচনের ফলাফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে। ডাকসু শুধু ডাকসু নয়। জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফলাফল সবকিছুই হবে ভবিষ্যতের বড় অঙ্ক । শুভকামনা।”

রাজনৈতিক বিশ্লেষকরা আগেই বলেছেন, দীর্ঘ সময় পর ডাকসু নির্বাচন হওয়ায় তা ছাত্র রাজনীতির চিত্র বদলে দিতে পারে। একইসঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনের আগে দেশের রাজনৈতিক অঙ্গনে এক ধরনের বার্তাও দিতে পারে এই নির্বাচন।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top