নিজের হাতে জাল ফেলে মাছ ধরলেন দেব

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪১

ছবি: সংগৃহীত

সম্প্রতি "বেঙ্গল বিগেস্ট কার্নিভাল "শুরু হয়েছে। এই কার্নিভালে দেব তার রঘু ডাকাত সিনেমার পুরো টিম নিয়ে দেশটির বিভিন্ন জায়গায় সিনেমার প্রচারণার ব্যস্ত সময় পার করেছেন।দেব তার পুরো টিমকে নিয়ে ঘিস নদীতে নিজের হাতে জাল ফেলে মাছ ধরলেন।সেই মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ক্যাপশন জুড়ে দিলেন "খোকা এলো মাছ ধরতে ঘিস নদীর তীরে"।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top