পারসা ইভানার অ্যাডভেঞ্চার ড্রিম: এবার বিমান থেকে লাফ দিতে চান
বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯

ঢালিউডের তরুণ অভিনেত্রী পারসা ইভানা যুক্তরাষ্ট্রে অভিনয় ও নাচের কোর্স শেষে কিছুদিন হলো দেশে ফিরেছেন। দেশে ফিরেই নতুন কাজের প্রস্তুতির পাশাপাশি দেখা যাচ্ছে তাকে বিভিন্ন স্টেজ শোতে।
অভিনয়ের পাশাপাশি নাচের প্রতিও তার রয়েছে গভীর টান। গুনগুন করে গান গাইতেও ভালোবাসেন তিনি। তবে রান্না একেবারেই পছন্দ নয় বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
অ্যাডভেঞ্চারের প্রতি বিশেষ ঝোঁক রয়েছে ইভানার। নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে তিনি বলেন, “আমি বিমান থেকে লাফ দিতে চাই। এমন জায়গায় লাফ দেব, যেখানে সবাই নিরাপদ বোধ করে। ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে যেমন বিমান থেকে লাফ দিয়েছিল, ওই রকম। ওইটাই আমার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার ড্রিম।”
অ্যাডভেঞ্চারের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ইভানা। পাঁচ-ছয় বছর আগে ইন্দোনেশিয়ার বালিতে একবার স্কুবা ডাইভিং করেছিলেন তিনি। কিন্তু পানি ভয় পাওয়ার কারণে সেটি তার কাছে ছিল খুবই ভয়ের। সম্প্রতি অবশ্য নতুন অভিজ্ঞতায় রোমাঞ্চিত হয়েছেন তিনি। চালক ছাড়া গাড়িতে ওঠা ছিল তার সাম্প্রতিক অ্যাডভেঞ্চার। সেটিও তার কাছে বেশ রোমাঞ্চকর লেগেছে।
বাংলাদেশি বিনোদন জগতে নতুন কাজ ও ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে খুব শিগগিরই আবার দর্শকের সামনে হাজির হতে চলেছেন পারসা ইভানা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।