• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


ঐশ্বরিয়া ছিলেন সউমি-সালমানের বিচ্ছেদের কারণ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৪৭

ঐশ্বরিয়া, সউমি –সালমান

টিনএজ ক্রাশ সালমান খানকে বিয়ে করার লক্ষ্যে ১৯৯১ সালে মাত্র ১৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মায়ামি থেকে ভারতের মুম্বাইয়ে যান সোমি আলি। এক বছর পর সালমানের সঙ্গে তাঁর শুধু সাক্ষাৎই হয়নি, ধীরে প্রেমে জড়ান। মধ্য-নব্বইয়ে বি-টাউনে সালমান-সোমির প্রেম ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু সেই সম্পর্কের অবসান হয় ১৯৯৯ সালে। এরপর সোমি ফিরে যান নিজ দেশ যুক্তরাষ্ট্রে

সম্প্রতি আলাপে, সেই সব দিনের কথা বলেছেন সোমি আলি। বলেছেন, বহু বছর সালমানের সঙ্গে তাঁর কথা হয় না।যুক্তরাষ্ট্রে ফেরার পর সোমি আলি পড়াশোনা শুরু করেন। কয়েক বছর পর একটি সংগঠন গড়ে তোলেন, নাম ‘নো মোর টিয়ার্স’। মানসিক ও শারীরিকভাবে নিগৃহীতদের সাহায্য করে সংগঠনটি। এক সাক্ষাৎকারে সোমি আলি বলেছিলেন, ঐশ্বরিয়া রাইয়ের কারণে সালমানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়েছিল।

সালমান খানের সঙ্গে বিচ্ছেদের  আগ পর্জন্ত সউমি বলিউড এথেকে বেশ কএট ছবিতে কাজ করেছেন কিন্তু ছবি গলু বেবসায় তেমন সাফল্য অর্জন করতে পারেনি , যেমন আগ্নি ছাক্রা , মাফিয়া, আন্দলান, আয় পেয়ার কারে,কিশান আভতার এবং বল্লিউড এতার শেশ ছবি ছিল চুপ, দীর্ঘ সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি সে প্রসঙ্গে বলেন, ‘১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি  যুক্তরাষ্ট্রে ফেরার সিদ্ধান্ত নিন। প্রাথমিক কারণ ছিল, সম্পর্ক খুব খারাপ অবস্থায় পৌঁছেছিল। মনে রাখা দরকার, আমি নবম গ্রেড পর্যন্ত পড়েছিলাম এবং আর পড়াশোনা ছিল না। ফিরেই পড়াশোনা শেষ করার আকাঙ্ক্ষা ছিল। আমি মনে করি, সেটা আমার সেরা সিদ্ধান্ত ছিল। কারণ, যদি না ফিরতাম, আমার সংগঠন থেকে হাজারও মানুষ উপকৃত হতো না। মায়ামিতে ফেরার পর আমি মনোবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করলাম। ভিকটিম অ্যাডভোকেট হিসেবে আমার সনদ আছে। তো, যারা নিগ্রহের শিকার হয়েছে, তাদের প্রশিক্ষণ দিতে শুরু করলাম। সম্প্রচার সাংবাদিকতায় আমার মাস্টার্স ডিগ্রি রয়েছে।’

বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন - https://www.youtube.com/watch?v=uKChOp5tzic

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top