প্রেম দুই মিনিটে তৈরি নুডলস নয়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৫, ১৫:১৭
ওপার বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক—যাকে ভালোবেসে ভক্তরা ডাকেন ‘টলি কুইন’ নামে। কাজের সাফল্যের পাশাপাশি তার মিষ্টি ব্যবহার ও ব্যক্তিত্বও সবসময় থাকে আলোচনায়। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে দেখা যায় না তাকে।
তবে এবার নতুন প্রজন্মের ভক্তদের জন্য ডেটিং টিপস দিলেন এই টলি নায়িকা।
সঙ্গীত বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল বলেন,
“সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডলসের মতো নয়। প্রতিটা সময় খুব সুন্দর বা খুশির হবে, তা নয়। একটা সম্পর্ক মানে একটা কথা দেওয়া, একটা কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে একটা পবিত্রতা, একটা লয়ালিটি থাকে। জামাকাপড় বদলানোর মতো সম্পর্ক বদলানো যায় না—যে লাল জামাটা ভালো লাগছে না, এখন নীলটা পরি—সম্পর্ক বিষয়টা তেমন নয়।”
তিনি আরও যোগ করেন,
“হয়তো আমি একটু পুরনোপন্থী, কিন্তু আমি ওভাবেই ভালোবাসতে ভালোবাসি।”
কোয়েলের এই বক্তব্যে সামাজিক মাধ্যমে ভক্তরা ভালোবাসা আর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন মন্তব্য বিভাগ। কেউ লিখেছেন, “একদম সঠিক কথা।” আরেকজন লিখেছেন, “তুমি যেমন ভালোবাসো, তাই তোমাকে আমরা সব সময় ভালোবাসি।” আবার কেউ মন্তব্য করেছেন, “এই কারণেই তুমি টলি কুইন!”
ব্যক্তিগত জীবনে কোয়েল মল্লিক ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন। তাদের সংসারে রয়েছে দুই সন্তান—ছেলে কবীর (জন্ম ২০২০) এবং মেয়ে কাব্য (জন্ম ২০২৪ সালের ডিসেম্বরে)। বর্তমানে দুই সন্তান আর স্বামীকে নিয়ে সুখের সংসারে দিন কাটাচ্ছেন নায়িকা।
নিফ্লা৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।