‘কেয়ামত থেকে কেয়ামত’-এর প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষের মৃত্যু
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৬:৪২
ঢালিউডের প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষ সোমবার (২২ ডিসেম্বর) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে মারা গেছেন। পরিচালক গাজী মাহবুব সংবাদ মাধ্যমে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সুকুমার রঞ্জন ঘোষ ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার প্রযোজক ছিলেন, যা দিয়ে ঢালিউডে সালমান শাহ ও মৌসুমীর জুটি প্রথম জনপ্রিয়তা লাভ করেন। তার প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘লড়াই’, ‘অমর সঙ্গী’, ‘বিয়ের ফুল’সহ আরও বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা সিনেমাপ্রেমীদের কাছে সমাদৃত।
তিনি মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্যও ছিলেন এবং এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চলচ্চিত্র প্রযোজক–পরিবেশক সমিতি তার মৃত্যুতে দেশের চলচ্চিত্রশিল্পে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে।
সুকুমার রঞ্জন ঘোষ প্রায় ১৮ বছর ধরে পারকিনসন রোগে ভুগছিলেন। সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ধানমন্ডির বাসায় অবস্থানকালে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।