সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সোশ্যাল মিডিয়ায় নারীর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে সরব হুমা কুরেশি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৩:৪০

সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ক্রমশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই নেতিবাচকতার বিরুদ্ধে এবার সরব হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি, তার দাবি—বাস্তবে নারীদের হয়রানি যেমন দণ্ডনীয়, অনলাইনে বাজে মন্তব্যের ক্ষেত্রেও সমান শাস্তি নিশ্চিত করা উচিত।

ভারতীয় গণমাধ্যমে হুমা কুরেশি বলেন,

“সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বিকিনি পরা ছবি পোস্ট করলে লিখে দেন, ‘এগুলো কী করছেন?’—এ ধরনের দ্বিচারিতা বিরক্তিকর এবং দুঃখজনক। রাস্তায় মহিলাদের কুমন্তব্য করলে যেমন শাস্তি হয়, সোশ্যাল মিডিয়ায় একই কাজের ক্ষেত্রেও সমান শাস্তি থাকা উচিত। কোনো পার্থক্য থাকা উচিত নয়।”

অভিনেত্রী আরও স্পষ্ট করেন,

“যদি কেউ আমার মেসেজে অশ্লীল ছবি বা কুরুচিপূর্ণ মন্তব্য পাঠায়, তারও শাস্তি হওয়া উচিত। নারীরা কী পরছেন, তাদের মেকআপ, জীবনশৈলী, কাজ বা রাতে কখন বাড়ি ফিরছেন—এসব নিয়ে সমালোচনা বন্ধ করুন।”

বর্তমানে হুমা কুরেশির ক্যারিয়ারও সুপ্রশিক্ষিত অবস্থায় রয়েছে। তার অভিনীত ‘দিল্লি ক্রাইম থ্রি’ এবং ‘মহারানি ফোর’ সিরিজ দুটি দর্শক ও সমালোচক উভয়ের কাছেই প্রশংসা কুড়িয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top