সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

তিশার বিরুদ্ধে পারিশ্রমিক ফেরত না দেওয়ার দাবি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:১৪

সংগৃহীত

কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ চুক্তিবদ্ধ হওয়ার পর অগ্রিম পারিশ্রমিক ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। অভিযোগ করেছেন সিনেমার প্রযোজক শরীফ খান।

তানজিন তিশা গণমাধ্যমকে জানিয়েছেন, অভিযোগটি ফালতু। চুক্তি অনুযায়ী শুটিং ক্যানসেল হলে অগ্রিম অর্থ ফেরত দেওয়ার কোনো শর্ত ছিল না। তিনি বলেন, শুটিংয়ের জন্য ভিসা প্রক্রিয়ার কারণে দেড়মাস কাজ করতে পারেননি এবং সমস্ত দায়িত্ব পালন করেছেন। তিশার আইনজীবী জসীম উদ্দিনও দাবি করেছেন, ভিসা বিলম্ব ও শুটিং প্রস্তুতির কারণে ডিরেক্টরই চুক্তিভঙ্গ করেছেন, তিশা নয়।

প্রযোজক দাবি করেছেন, ৩০ হাজার রুপি এবং পরে ৪ লাখ ১২ হাজার টাকা পরিশোধের পর থেকে তিশা গড়িমসি শুরু করেছেন। ঘটনাটি এখনও আলোচনার মধ্যে রয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top