ফারিণের পর চূড়ান্ত শাকিবের দ্বিতীয় নায়িকা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৩০
ঢালিউড পরিচালক আবু হায়াত মাহমুদ আগামী ঈদে মুক্তি লক্ষ্য করে কিং শাকিব খানকে নিয়ে নির্মাণ করছেন সিনেমা ‘প্রিন্স’। শাকিবের বিপরীতে দুটি নায়িকা দেখা যাবে। ইতিমধ্যেই একজন হিসেবে চূড়ান্ত হয়েছেন তাসনিয়া ফারিণ। অন্যজন হিসেবে কলকাতার ছোটপর্দার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর নাম আলোচনায় রয়েছে।
পরিচালক জানিয়েছেন, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর থেকে শুটিং শুরু হবে এবং ছবির শুটিং হবে কলকাতা, মুম্বাই ও বাংলাদেশে। ছবির চিত্রগ্রহণের দায়িত্বে আছেন ‘অ্যানিমেল’খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়।
জ্যোতির্ময়ী কুণ্ডু ‘বঁধুয়া’ ধারাবাহিকের ‘পেখম’ চরিত্রের মাধ্যমে পরিচিতি পেয়েছেন। ইতিমধ্যেই তার প্রথম বড়পর্দার কাজ ‘প্রজাপতি ২’ আসছে আগামী ডিসেম্বরে। টালিউডে ছোটপর্দা থেকে বড়পর্দায় সফল হওয়ার উদাহরণ থাকায় তাঁর সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।