সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র আর নেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৪৩

সংগৃহীত

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র সোমবার সকালে না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত অক্টোবরের শেষের দিকে তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মাত্র ১২ দিন আগে চিকিৎসা শেষে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসেন।

সোমবার সকালে ধর্মেন্দ্রর জুহুর বাসভবনের সামনে একটি অ্যাম্বুলেন্স দেখা যায়। পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় এবং বাড়ির চারপাশে ব্যারিকেড বসিয়ে সাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়। প্রবীণ অভিনেতার পরিবারের সদস্য এবং বলিউড তারকারা শ্মশানে উপস্থিত হন। হেমা মালিনী, সানি দেওল, ববি দেওলসহ পুরো পরিবার এবং অমিতাভ-বচ্চনরা সেখানে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পরিবার থেকে আনুষ্ঠানিকভাবে মৃত্যুর ঘোষণা না আসায় কিছুটা ধোঁয়াশা ছিল। তবে ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, ধর্মেন্দ্রের মৃত্যু নিয়ে গোপনীয়তা বজায় রাখছেন দেওল পরিবার।

বলিউড পরিচালক করণ জোহর সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করে লিখেছেন, “একটি যুগের অবসান। একজন তাবড় মেগাস্টার। তিনি ভারতীয় সিনেমার একজন প্রকৃত কিংবদন্তি ছিলেন এবং থাকবেন।”

১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরে’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ধর্মেন্দ্রের। পরবর্তীতে তিনি ‘শোলে’, ‘চুপকে চুপকে’, ‘মেরা গাও মেরা দেশ’, ‘ড্রিম গার্ল’-এর মতো কালজয়ী সিনেমার মাধ্যমে দর্শকের হৃদয়ে অমর হয়ে যান। সুদর্শন অভিনয় এবং অ্যাকশন জন্য ভক্তরা তাকে ‘হি-ম্যান’ উপাধি দিয়েছিলেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top