রুক্মিণীর জন্য পাত্র চেয়ে শহর জুড়ে পোস্টার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৫৯
শহরের বিভিন্ন ওলি ও গলিতে সম্প্রতি ঝুলতে দেখা গেছে অভিনেত্রী রুক্মিণী মৈত্রের ছবি-সহ একটি পোস্টার, যার বড় করে লেখা ছিল ‘পাত্র চাই’। পোস্টারে পাত্রের যোগ্যতার বিস্তারিত বিবরণও ছিল। শুরুতে অনেক পথচারী মনে করেছিলেন এটি রুক্মিণীর ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা।
কিন্তু পোস্টারে মালিক হিসেবে যে নামটি লেখা ছিল, তা ছিল দীপক চক্রবর্তীর। পরে জানা যায়, এটি আসলে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তীর সিনেমার চরিত্রের নাম।
পরিস্থিতি পরিষ্কার হয়, এটি রুক্মিণী মৈত্র অভিনীত আসন্ন সিনেমা ‘হাঁটি হাঁটি পা পা’–র প্রচারণার অংশ। সিনেমার প্রচার মাধ্যম হিসেবে অভিনব এই পোস্টার দর্শকদের কৌতূহল এবং আগ্রহ উভয়ই তৈরি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।