সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

রুনা খান সোশ্যাল মিডিয়ায় স্বামী এষণ ওয়াহিদের জন্মদিনে প্রকাশ করলেন ভালোবাসা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৮

সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেত্রী রুনা খান সম্প্রতি স্বামী এষণ ওয়াহিদের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ পারিবারিক ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে স্বামী ও মেয়ে রাজেশ্বরীর সঙ্গে মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে।

রুনা লিখেছেন, “শুধুমাত্র তোমাকে আমি মনে করি আমার জীবনে আশীর্বাদ। জীবনের বাদবাকি সবই আমি সর্বোচ্চ শ্রম দিয়ে অর্জন করেছি, এমনকি মেয়েও। মেয়ের সঙ্গে যখন আমার ঝগড়া লাগে, তখনও তুমি সবসময় আমার দলে থাকবা। শুভ জন্মদিন আমার ঘর-দোর-জানালা-জীবন।” পোস্টের শেষে তিনি ভালোবাসার ইমোজি যুক্ত করেছেন।

এই পোস্ট মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে। অনুরাগী ও সহকর্মীরা এষণ ওয়াহিদকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, রুনা খান টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। এছাড়া ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে তিনি প্রশংসিত হন। ‘ছিটকিনি’ ছবির জন্য তিনি মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারও পেয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top