নন-ভেজ খাবার ঘিরে নতুন বিতর্ক—সমালোচনার মুখে রণবীর কাপুর
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১৪:১২
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। রকস্টার, বারফি ও সঞ্জু-র মতো ব্লকবাস্টার ছবিতে অভিনয়ের মাধ্যমে বিপুল ভক্তসমর্থন অর্জন করা এই তারকাকে নিয়ে নতুন আলোচনার সূত্রপাত নেটফ্লিক্সের একটি রিয়েলিটি শোকে ঘিরে।
সম্প্রতি ‘ডাইনিং উইথ কাপুরস’ শো-এর একটি ভাইরাল ক্লিপে দেখা গেছে, পারিবারিক ডিনারের টেবিলে পরিবেশন করা হয়েছে ফিশ কারি, মাটন, পায়া–সহ বিভিন্ন নন-ভেজ পদ। সেই টেবিলে বসে থাকতে দেখা যায় রণবীরকে। যদিও তাকে সরাসরি এসব খাবার খেতে দেখা যায়নি, তবু অনেকেই প্রশ্ন তুলেছেন তার পূর্ববর্তী মন্তব্য নিয়ে—‘রামায়ণ’ ছবিতে ভগবান রামের চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে তিনি নাকি নিরামিষভোজী হয়েছিলেন।
এই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের একাংশ রণবীরের পিআর টিমকে skepটিসিজমের চোখে দেখছেন। অভিযোগ, তারা ইচ্ছাকৃতভাবে এমন বর্ণনা ছড়িয়েছে যে রণবীর নাকি সম্পূর্ণ সাত্ত্বিক জীবনধারা গ্রহণ করেছেন—মাংস, অ্যালকোহল, ধূমপান সবই ছেড়ে দিয়েছেন। কেউ কেউ রণবীরের পুরোনো এক সাক্ষাৎকার তুলে ধরে বলেন, তিনি নিজেই একসময় বলেছেন তিনি “বিগ বিফ গাই।”
তবে অনেক দর্শকই মন্তব্য করেছেন, কোনো অভিনেতার খাদ্যাভ্যাস নিয়ে তাদের মনে বিচার নেই; বরং বিভ্রান্তিকর প্রচার কৌশলই তাদের বিরক্ত করেছে।
এক পূর্ববর্তী সাক্ষাৎকারেও রণবীর নিজেই জানিয়েছিলেন, তাঁর পরিবারের পেশোয়ারি ঐতিহ্যের কারণে মাটন, পায়া এবং বিফ তাঁর খুবই প্রিয়। সেই বক্তব্য আবারও আলোচনায় উঠে এসেছে।
সব বিতর্কের মাঝেও রণবীরের আসন্ন ছবি ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনা কিন্তু কমেনি। নিতেশ তিওয়ারি পরিচালিত এই বৃহৎ প্রকল্পে রণবীর থাকছেন রামের ভূমিকায়, সাই পাল্লবী সীতার চরিত্রে এবং দক্ষিণী সুপারস্টার ইয়াশকে দেখা যাবে রাবণের ভূমিকায়। ছবির প্রথম পর্ব মুক্তি পেতে পারে ২০২৬ সালের দীপাবলিতে। বড় বাজেট, বিশাল স্কেল এবং তারকাবহুল কাস্টিংয়ের কারণে এটি ইতিমধ্যেই ভারতীয় চলচ্চিত্রের অন্যতম বহুল-প্রত্যাশিত সিনেমা হিসেবে নজর কাড়ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।